April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

‘রাম নবমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা’, টুইট করলেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এরই মধ্যে দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। এক টুইট বার্তায় তিনি লিখলেন, ‘রাম নবমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা।’ সেই সঙ্গে লিখলেন ‘জয় শ্রীরাম’ ধ্বনিও। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে লকডাউন চলায় অনেক মানুষই সমস্যায় আছে। বৃহস্পতিবার রামনবমীর উৎসবে প্রধানমন্ত্রী যোগ দিলেন না। বাড়িতে বসে টুইট করে শুভেচ্ছা জানালেন। কারন একটাই করোনাকে রোধ করা। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম নবমীর দিনও সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন। এদিন যোগীও নিজের ঘরে বসেই রাম নবমীর যাবতীয় উপাচার পালন করেছেন।