মেডিক্যাল কলেজের তিন চিকিৎসক করোনা পজিটিভ। সাথে আরও ২ জন রোগীর রিপোর্টে পজিটিভ। সূত্রের খবর, ৩ ডাক্তার বেলেঘাটা আই ডি তে ভর্তি আছেন। বাকি ২ রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। নির্ধারিত ডিউটির সাতদিন বাড়ি যেতে পারবেন না চিকিৎসকরা, এমনটাই বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর। পাশাপাশি এবার রাজ্যে শুরু হবে করোনা পুল টেস্টিং।
একসঙ্গে ৫ জনের নমুনা মিশিয়ে একটি নমুনা তৈরি করে পরীক্ষা করে দেখা হবে। এতে টেস্টিং বাড়বে খরচ কমবে। কিটের সংখ্যা ও কমবে। যে এলাকায় সংক্রমণ নেই। সেখানে এই পুল টেস্টিং। তাতে করোনা টেস্ট সফল হবে। এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের মুখ্য আধিকারিক এই নির্দেশিকা জারি করলেন।