জঙ্গলমহলে হাতির হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। মৃত বনকর্মীর নাম বছর পঁয়তাল্লিশের ভাগ্যধর মান। সূত্রের খবর, বাঁকুড়ার শীর্ষা গ্রামেরই একটি বাঁশবাগান থেকে রবিবার সকালে উদ্ধার হয় উদ্ধার হয় ওই বনকর্মীর দেহ। পরিবার সূত্রে খবর, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন মৃত ওই বনকর্মীর দেহ। জানা গিয়েছে, গত শুক্রবার বাঁকুড়ার উত্তর বনবিভাগে বেশ কয়েকটি হাতি ঢুকে পড়ে পশ্চিম মেদিনীপুর লাগোয়া অঞ্চল থেকে।