রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের বিপরীতে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে৷ ঝড় বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হাওড়া, হুগলি ও নদীয়া সহ দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি জানা গিয়েছে সকালে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না তবে এই সময় বৃষ্টির ফলে রাতের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে৷শনিবারে সকালের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের এর আশেপাশে। যা স্বাভাবিকের থেকে 1ডিগ্রি বেশি৷তবে এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে৷চৈত্র মাসের শেষে সূর্যের তাপে সকালের দিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ফলে এই সময় রাজ্যের বৃষ্টি হলে তা বেশ স্বস্তি দেবে রাজ্যবাসীকে৷