অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে না গিয়ে, বাড়িতে ওঝা ডেকে ৪টি শিশুকে ঝাড়ফুঁক। কার্যত বিনা চিকিৎসায় ২ শিশুর মৃত্যু। আরও ২টি শিশু হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার বিকালে মালদহের গাজোলের কদমতলা গ্রামে। সূত্রের খবর, এদিন কদমতলা গ্রামে চার শিশু খেলা করতে করতে শরীর খারাপ লাগছে বলে বাড়ি চলে আসে এবং বাড়ি ফিরে তাঁরা অভিভাবকদের জানায়। ওই শিশুদের‘ভূতে ধরেছে’ সন্দেহে ঝাড়ফুঁক করাবে বলে এক ওঝাকে ডেকে আনে তাঁদের অভিভাবকেরা। ওঝা এসে বন্ধ ঘরে ঢুকিয়ে রেখে চারজন শিশুকে ঝাড়ফুঁক করতে শুরু করে। ঘণ্টাদুয়েক পর প্রায় অচৈতন্য হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। অন্যদিকে বেশ কিছুক্ষণ চিকিৎসার পর আরও এক শিশুর মৃত্যু হয়। বাকি দু’জন এখনও মালদহ মেডিক্যালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি। মৃত শিশুদুটির নাম ফিরোজ রহমান এবং শফিকুল আলম বলে জানা গিয়েছে। চিকিৎসকদের দাবি, খেলাধূলার সময় কোনও বিষাক্ত ফল খেয়ে নেয় শিশুরা। তার জেরে বিষক্রিয়া সৃষ্টি হয়ে অসুস্থ হয়ে পড়ে। ঝাড়ফুঁক না করে আগেই হাসপাতালে শিশুদের নিয়ে আসা হলে, তাদের প্রাণ বাঁচানো সম্ভব হত বলেই জানিয়েছেন চিকিৎসকরা।