April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু, আগামী দুদিন ভাড়ি বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে । স্ট্রং সাউদার্লিতে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তার প্রভাবেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা ।
কেরলে বর্ষা ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কেরল ছাড়াও তামিলনাড়ু, পন্ডিচেরি বেশকিছু অংশে ঢুকেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই গতি আগামী দিনেও থাকলে নির্ধারিত সময়ে বর্ষা আসবে রাজ্যে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের সূচি অনুযায়ী উত্তরবঙ্গে 7 ই জুন এবং দক্ষিণবঙ্গে 11 ই জুন বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ও থাকছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 66 থেকে 92 শতাংশ।

বুধবার বিকেলে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে গুজরাট ও মহারাষ্ট্র উপকূল। মহারাষ্ট্র উপকূলে ব্যাপক প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের।আজ বিকেলের মধ্যেই আরব সাগরের প্রতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রথমে উত্তরমুখী পড়ে অভিমুখ পরিবর্তন করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় এটি মহারাষ্ট্রের রায়গর এর কাছে হরিহরেশ্বর ও দমনের মাঝে উপকূলে আছড়ে পড়বে 125 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে।