October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যে চিট কোম্পানির পর্দা ফাঁস!

ব্যাঙ্ক থেকে বিপুল টাকা লোন পাইয়ে দেবে নিমিশে। এই কথার জাদুতেই বহু মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ স্বামী এবং স্ত্রীর বিরুদ্ধে। সূত্রের খবর টাকার দরকার আছে এমন অসহায় মানুষদের কম সুদে প্রথমে বড় অঙ্কের টাকা পাইয়ে দেওয়া হবে বলে টোপ দেওয়া হত।তার পর তাদের থেকে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেওয়া হত।শুধু তাই নয় লোন পেতে গেলে দিতে হবে টাকা। হাতে আসবে মোটা টাকা এই ভেবে অসহায় মানুষ গুলো তাদের পাতা ফাঁদে পা দেয়।সেই সব গ্রাহকদের থেকেই ব্ল্যাংক চেক হাতিয়ে নিত অভিযুক্তরা। তারপরই শুরু হত আসল খেল।সূত্রের খবর বেশ কায়দায় ব্ল্যাংক চেকের মধ্যে দিয়ে ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা তুলত অভিযুক্তরা।এরপর সেই চেককে বাউন্স করিয়ে লোন নিতে আসা সেই অসহায় মানুষদেরই আইনের প্যাচে ফাসিয়ে দিত স্বামী আন্ড স্ত্রীর চিট কোম্পানি।এর পরই সর্বসান্ত হয়ে খোদ গ্রাহকরাই দোষী হয়ে যেতেন।এই অভিনব চিটিং যাদুতে প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে।শেষ পর্যন্ত চার জনের দায়ের করা মামলার ভিত্তিতে চন্দননগর থানার পুলিশ গ্রেফতার করল তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের তোলা হয়েছে চন্দননগর আদালতে।