রাজ্যে আরো একজনের মৃত্যু হল করোনা আক্রান্তে৷ বর্তমানে রাজ্যের করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা 6৷ গত 23 মার্চ থেকে অসুস্থ ছিলেন ওই ব্যক্তি,কিডনিজনিত একাধিক শারীরিক সমস্যা ছিল তার। ডায়ালাইসিস করতে তিনি জেনিথ হাসপাতালে যেতেন৷সেখান থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তারপর থেকে তার শরীরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে৷ এরপর সোমবার ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়, নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে৷ তারপর তার পরিবারের বাকি সদস্যদের কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে৷ 57 বছর বয়সী ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনো রেকর্ড নেই৷ এরপর বুধবার তার মৃত্যুর খবর আসে৷ এর আগে মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে রাজ্যে৷ তার মধ্যে একজন এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন সেখানেই মৃত্যু হয় তার।পাশাপাশি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে করোনা অাক্রান্তে মৃত্যু হয় আরও একজনের। অন্যদিকে শেওড়াফুলির যে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন তাকে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ মঙ্গলবার আরো জানা যায় আক্রান্ত ওই প্রৌঢ়ের ভাইপো কোভিড -19 এ আক্রান্ত হয়েছিলেন৷