December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যে করোনা আক্রান্তের হদিশ এবার শেওড়াফুলির এক প্রৌঢ় এর শরীরে

মারণ ভাইরাস করোনার ভয়ে কাঁপছে গোটা রাজ্য। বাংলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 22৷ একই দিনে তিনজনের শরীরে করোনার হদিস মিলেছে৷ তাদের মধ্যে রয়েছেন শেওড়াফুলির এক বাসিন্দাI ৫৬ বছরের ওই পৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে| গত 26 মার্চ জ্বর হয়েছিল ওই পৌঢ়ের৷ এই অবস্থায় তিনি বেশ কিছুদিন দুর্গাপুরে যাতায়াত করেন বলে জানা যায়৷ এর পর ফের জ্বর বাড়তে থাকে। জ্বরের সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ একাধিক শারীরিক অসুবিধা ছিল ওই প্রৌঢ়ের এবং শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি দিকে গেলে তাকে 28 মার্চ বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তার নমুনা পরীক্ষা করা হয়, রবিবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর থেকে ওই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷
তবে প্রসঙ্গত বলা যায়, রাজ্যে প্রথম করোনা আক্রান্ত আমলা পুত্র সুস্থতার দিকে এগোচ্ছে, তার শরীরে করোনা মুক্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে৷ তবে এ বিষয়ে আরও নিশ্চিত করতে ফের তাদের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে৷