করোনার গ্রাসে একে একে বাড়তে থাকছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার নতুন করে করোনা আক্রান্ত হন এক ব্যক্তি৷ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে৷তিনি বেলঘড়িয়ার জেনিথ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত 23 মার্চ থেকে অসুস্থ ওই ব্যক্তি, জানা গিয়েছে ওই ব্যক্তির কিডনিজনিত একাধিক শারীরিক সমস্যা রয়েছে৷তিনি ডায়ালাইসিস করাতে যেতেন জেনিথে। তবে জানা যাচ্ছে ডায়ালাইসিস করাতে এসেই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন৷ তিনি হাসপাতাল থেকে এই রোগের সংক্রমণ ছড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ তবে তার শরীরে কিভাবে করোনা সংক্রমণ আসে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নিI ইতিমধ্যেই তার পরিবারের বাকি সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছেI 57 বছর বয়সী ওই ব্যক্তির বিদেশ ফেরত আসার কোনো রেকর্ড নেই৷ জানা গিয়েছে, তিনি পেশায় ফাস্টফুডের একটি দোকান চালাতেন।
মঙ্গলবার সকালে করোনা আক্রান্ত হয়ে হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে এক মহিলার, তারপর উঠে আসে এই ব্যক্তির আক্রান্তের খবর। এই মুহুর্তে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 27 -এ দাঁড়িয়ে৷ এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা 3 ৷