রাজ্যে এবার করোনা আক্রান্ত ২১ মাসের শিশু। এই প্রথম এত কম বয়সী রোগীর শরীরে কোভিড১৯ এর সংক্রামন ধরা পড়েছে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সর্দি কাশি জনিত সমস্যার জন্য ওই শিশুকে ভর্তি করা হয়েছিল গত ১৬ এপ্রিল। এরপর সন্দেহ হওয়ায় শিশুটির নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। তারপরে রিপোর্ট পজিটিভ আসে। তবে জানা গিয়েছে, ওই শিশুটির পরিবারের কেউ আক্রান্ত নন। বর্তমানে শিশুটিকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিত্সক সূত্রে খবর, শিশুটির অবস্থা এখন স্থিতিশীল।
জানা গেছে ওই শিশুটির বাড়ি তিলজলার কাছে উত্তর পঞ্চানন গ্রামে। শিশুটির পরিবারের বাকি সদস্যদের ১৪ দিনের জন্য রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শিশুটির বাবা গত ২৮ মার্চ ঝড়খন্ড থেকে ফেরেন। সেখান থেকে সংক্রমণ এসেছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এই পরিস্থিতিতে করোনা পরীক্ষায় দ্রুত ফল পেতে ‘ডবল শিফট’ এ লালারস পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ জন। করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২। ভারতের মধ্যে রাজ্যের সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৭৮ জন।