কৃষকদের স্বার্থে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যে আর কোন চেকপোস্ট থাকছে না। সবজি থেকে কাঁচামাল-এর পণ্যবাহী গাড়ি গুলি চেকপোস্টের কারনে ঘন্টার পর দাঁড়িয়ে থাকতো। সেক্ষেত্রে অনেক কাঁচামাল নষ্ট হত। এবার থেকে আর কোন চেকপোস্ট থাকবে না ফলে আর কোনও সমস্যাও হবে না। এমনটাই ঘোষণা করলেন তৃনমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কৃষিজাত পণ্য যাতায়াতের বাধা কাটাতে বুধবার নবান্ন থেকে রাজ্যের ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়া হবে বলেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেকপোস্টের কারণে শষ্য নষ্ট হওয়ার একাধিক অভিযোগ পেয়েই এই সিদ্ধান্ত বলে জানালেন তিনি। বুধবার বেলা ৩টে নাগাদ নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। এরপরই কৃষকদের সুবিধার্থে ১ এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, “মাছ বা শষ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেকপোস্ট গুলিতে প্রত্যেকটি গাড়ি পরীক্ষা করা হয়। স্বাভাবিকভাবেই এতে একেকটি গাড়িকে ৩ থেকে ৪ ঘণ্টাও দাঁড়িয়ে থাকতে হয়। ফলে অনেকক্ষেত্রে মাছ ও সবজি নষ্ট হয়ে যায়। ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। তাঁর কথায়, দীর্ঘদিন ধরেই কৃষকরা একথা তাঁকে জানিয়েছেন সেই কারণেই এই পদক্ষেপ। তবে চেকপোস্ট তুলে দেওয়া হলেও সেখানকার কর্মীরা কর্মহীন হবে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেককে নিকটবর্তী কিষাণ মাণ্ডিতে নিয়োগ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি এই চেকপোস্ট তুলে দেওয়ায় ২০০ কোটি টাকা রাজস্বে ক্ষতি হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।”