করোনা পরিস্থিতির মোকাবিলায় বন্ধ রয়েছে রক্তদান শিবিরগুলি। রাজ্য জুড়ে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। তার উপর এখন গরমকাল। সেই সময় রক্তের চাহিদা মেটাতে কোলাঘাট রাধামাধব মন্দিরে স্থানীয় এক স্বেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে লক ডাউনের আবহেই রক্তদান শিবির সংঘঠিত হল। সবকিছুকে উপেক্ষা করে রক্ত দিলেন তিনজন মহিলা সহ পঁচিশ জন। রক্ত সংগ্রহ করেন তমলুক ব্লাড ব্যাংক। এই সংস্থার উদ্যোগে এটি ছিল 43তম রক্ত দান শিবির। এদিন রক্ত দান শিবির থেকে মানুষদের ঘরে থাকা ও এই মারন ভাইরাসের হাত থেকে বাঁচতে সব রকম অবশ্য মান্য নিয়ম বিধি মেনে চলার জন্য অবিরাম প্রচার চালানো হয় বলে সংস্থার পক্ষে রবীন্দ্রনাথ দাস জানান।