April 24, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পঞ্চায়েত সমিতির অপসারিত সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস

মালদা-‌সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কালিয়াচক-‌২ ব্লকের পঞ্চায়েত সমিতির অপসারিত সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। তিনি অভিযোগ করে বলেন, ‘‌আমার মেয়াদ ৩ বছর হতে চললো। এই কয়েক বছরে আমি ৩৫ কোটি টাকার রাস্তা তৈরি করেছি। আমার এলাকায় কোথাও কাঁচা রাস্তা আর নেই। এত কাজ করার পরও বিজেপি-‌কে সঙ্গে নিয়ে বিরোধী সদস্যরা আমাকে অপসারিত করল। তা কিছুতেই মেনে নেওয়া যায় না।’নাম না করে‌ মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করে বলেন, ‘‌স্থানীয় বিধায়কের অঙ্গুল তুলেন টিঙ্কু রহমান বিশ্বাস আরো বলেন বিজেপি-‌কে সঙ্গে চলছে এখানে তৃণমূলের যা দল বিরুদ্ধ কাজ। আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আছি। অথচ উনি উড়ে এসে জুড়ে বসে আমাদের মূল তৃণমূলীদের গদিচ্যুত করছেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রতিশোধস্পৃহা থেকে এই কাজ করছেন। আমি দলীয় নেতৃত্বকে সব জানিয়েছি।’‌