December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যের প্রথম করোনা আক্রান্ত কলকাতায়, বেলেঘাটা আইডিতে আইসোলশনে যুবক

রাজ্যের প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল কলকাতায়। ওই তরুণ দঃ কলকাতার বাসিন্দা। জানা গিয়েছে, ওই তরুণ অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের ছাত্র। ইংল‌্যান্ডে একটি জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন গত কয়েকদিন আগে । সেই পার্টিতেই বেশ কয়েকজন করোনা সংক্রামিত যুবক-যুবতী উপস্থিত ছিলেন বলেই অনুমান। আর সেখান থেকেই ওই তরুণের শরীরে ছড়িয়েছে করোনা। কিন্তু কলকাতা বিমানবন্দরে থার্মাল স্ক‌্যানিংয়ে উপসর্গ ধরা পড়েনি।

চিকিৎসকদের মতে, ভাইরাস ইনকিউবেশনে থাকায় যন্ত্র তা বুঝতে পারেনি। বাড়ি ফেরার পর ওই পার্টির কথা জানতে পারে তরুণের পরিবার। দপ্তরের পরামর্শে তরুণকে বাড়িতে সেল্‌ফ কোয়ারেন্টাইনে রাখা হয়। তাঁর লালারসের নমুনা পরীক্ষায় এই মারন রোগের লক্ষন পজিটিভ পাওয়া যায়। তাঁকে বেলেঘাটা আইডিতে করোনা পজিটিভ রোগীদের জন্য তৈরি বিশেষ আইসোলশনে রাখা হয়েছে। তাঁর বাবা, মা ও গাড়ির চালককে রাজারহাটে কোয়ারেন্টাইন করা হয়েছে। এর সঙ্গে গত তিন দিন ওই তরুণের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে পর্যবেক্ষণে রাখার চিন্তাভাবনা করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আক্রান্ত তরুণের মা রাজ্যের একজন উচ্চপদস্থ আমলা। স্বরাষ্ট্র দপ্তরে কর্মরত তিনি। তাঁর ছেলের দেহে করোনা পজিটিভ হওয়ায় এখন খতিয়ে দেখা হচ্ছে গত সোম ও মঙ্গলবার নবান্নে ওই আমলার সংস্পর্শে কারা এসেছেন। তাঁদের কারও মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে যাতে আইসোলেশনে পাঠানো যায়, সেই ব‌্যবস্থাও তৈরি রাখা হচ্ছে।