February 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে প্রতিনিধি দল


গোটা বিশ্ব জুড়ে ক্রমশ বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি। এই ভাইরাসের মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহন করেছেন কেন্দ্র ও রাজ্য সরকার। এবার রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে প্রতিনিধি দল। মঙ্গলবার শহরের করোনা আক্রান্ত এলাকা গুলিকে চিহ্নিত করে পরিদর্শন করার সিদ্ধান্ত নেয় দলটি। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিদর্শনে বাধা পায় তাঁরা। পুলিশের নির্দেশ মতো এলাকা পরিদর্শনের কথা বলা হলে নাকচ করে কেন্দ্রের প্রতিনিধি দল। কেন্দ্র থেকে যে তালিকা পাঠানো হয়েছে সেই অনুযায়ী এলাকা পরিদর্শনের দাবি রাখে তাঁরা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আটকে। গুরুসদয় দত্ত রোডের বিএসএফের সদর দফতরেই রয়েছেন তাঁরা। সেখানে রয়েছেন সাউথ ইস্ট ডিভিশনের ডিসি দেবস্মিতা দাস ও স্থানীয় থানার আধিকারিকরা।