দিনভর রাজ্যজুরে বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সারা সপ্তাহে রাজ্যে কোথাও মেঘ, আবার কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েই চলেছে। শনিবার ও তার ব্যতিক্রম নয়। পূবালী হাওয়া ও পশ্চিমি ঝঞ্ঝার জেরে একটি বিপরীত ঘূর্নাবর্তের সৃষ্টি হয়েছে। আর তার জেরেই আবহাওয়া এমন খামখেয়ালিপনা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ সর্বত্রই চলবে বৃষ্টি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯৫ শতাংশ। সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা ভাব বজায় থাকবে।