চিনের পাশাপাশি বিশ্বজুড়ে বাড়ছে করোনা আতঙ্কের মাত্রা। বাদ নেই ভারতও। এবার এদেশে পর্যটনের জন্য আসা ১৫ জন ইতালীয় পর্যটকের দেহে পাওয়া গেল এই মারণ ভাইরাসের অস্তিত্ব। এইমস-এর তরফে এই খবর নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেরে হল ২৮ জন। জয়পুরের সয়াই মান সিং হাসপাতালে ভর্তি ইতালির পর্যটক করোনাভাইরাসে আক্রান্ত। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে তাঁর থ্রোট সোয়াব ও রক্তপরীক্ষার পর তাঁর শরীরে সিওভিড-19-এর হদিশ মিলেছে। এমনকি তাঁর স্ত্রীর দেহেও মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। এঁরা ২৩ জনের এক্তি ইতালীয় পর্যটকের দলের সঙ্গে এদেশে ভ্রমনের জন্য এসেছিলেন।
আর এই ঘটনা সামনে আসতেই ঘুম ছুটেছে রাজস্থান প্রশাসনের। এনারা সবাই পর্যটক হওয়ার ফলে নানা জায়গার ঘুরে বেড়িয়েছেন, আর তাই এনাদের থেকে ভাইরাস ছড়ানোর আতঙ্ক সৃষ্টি হয়েছে। জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এসএমএস মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. সুধীর ভাণ্ডারী জানিয়েছেন, ওই ব্যাক্তিকে ভেন্টিলেটরে রাখা হয়েছে, অ তাঁর স্ত্রীকে আইসোলেশ ওয়ার্ডে রেখে চলছে চিকিৎসা।