September 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজভবনের গেটে আছড়ে পড়লো রোহন মিত্রের নেতৃত্বে যুব কংগ্রেসের বিক্ষোভ

মঙ্গলবার বিকেল ৫.৩০ নাগাদ দিল্লির হুমায়ুন রোডে অধীর চৌধুরির বাড়িতে দুষ্কৃতি হামলা হয়। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাসভবনে বিজেপি- দুষ্কৃতকারী হামলার প্রতিবাদে বুধবার রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্রের নেতৃত্বে কংগ্রেসের ছাত্র-যুবরা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং দিল্লির পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখায়। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে আটক করে। দঃ কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চ্যাটার্জী, কোলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণ সহ প্রায় শতাধিক ছাত্র-যুব এই বিক্ষোভে অংশ নেন। রোহন মিত্র জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের নির্দেশে বিজেপির ওই ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে এভাবেই সারা বাংলা জুড়ে কংগ্রেস কর্মীরা পথে নেমে পড়েছেন।