ক্রিকেট মাঠের বাইরে ধোনির ভালোবাসা মানেই বাইক। কিন্তু এবার রোলারের স্টিয়ারিং ধোনির হাতে। রাঁচি স্টেডিয়ামে পিচে রোলার চালাতে দেখা গেল ক্যাপ্টেন কুলকে। মার্চের শুরুতেই চেন্নাইয়ের অনুশীলনে নামছেন মহেন্দ্র সিং ধোনি; নিশ্চিত করেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। তার আগে রাঁচি স্টেডিয়ামে পিচে রোলার চালাতে দেখা গেল এমএসডি কে। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। তার অবসর নিয়ে জল্পনা শোনা গিয়েছে। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেও কোনও হেলদোল দেখা যায়নি তাঁর। তবে এবার আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমে এমএসডির খেলা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।