মঙ্গলবার দুপুরে বাড়ির ছাদ থেকে পরে রহস্য মৃত্যু হয় এক অবসর প্রাপ্ত পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে, হাওড়া জেলার বেহালায় পশুপতি ভট্টাচার্য্য রোডে। মৃত ওই প্রৌঢ়ের নাম চিরঞ্জন ব্যানার্জী, বয়স ৭২ বছর। জানা গিয়েছে, এদিন দুপুরে ওই ব্যক্তি বাড়ির চার তলার ছাদে উঠেছিলেন। পাশাপাশি তিনি একজন অবসর প্রাপ্ত পুলিশ কর্মী। এরপর হঠাৎই তিনি রহস্য জনক ভাবে সেখান থেকে পরে যান। এরপরই ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই প্রৌঢ়ের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।