April 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রবীন্দ্রভারতীর বসন্তোৎসবে অশ্লীলতা, ইস্তফা দিলেন উপাচার্য

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসবে হওয়া বিতর্কিত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি। জানা গিয়েছে, শুক্রবার রাতে নিজের ইস্তফাপত্র তিনি রাজ্যপাল জগদীপ ধনকড় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠান। রবীন্দ্রভারতীর বসন্তোৎসব উপলক্ষ্যে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় সকলকেই ওই একটিমাত্র দিনেই বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে দেওয়া হয়। আর যার ব্যাতিক্রম হয়নি এবছরও।

তবে এবছর রবীন্দ্রভারতীর বসন্তোৎসবে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরালের ঘটনাকে ঘিরে একগুচ্ছ বিতর্কের দানা বাঁধতে দেখা যায়। কারণ, ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে বেশ কয়েকজন তরুণ-তরুণীর পিঠে, বুকে লেখা রয়েছে গালিগালাজ। এমনকী, ভিডিওয় দেখা গিয়েছে অশ্লীল রবীন্দ্রসংগীতের তালে তালে নাচছে অনেকেই। ওই ছবি নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ার পরই নড়েচড় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র সংসদের সদস্যরা। সিঁথি থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভাইরাল হওয়া ওই ছবিতে যাদের দেখা গিয়েছে তারা বহিরাগত। তবে এই রকম ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠতেই শুক্রবার রাতে ইস্তফা দিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি। যদিও সেই ইস্তফাপত্র গ্রহন করেন নি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।