মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ) : সম্প্রতি উত্তর ২৪ পরগণার বনগাঁয় এক করোনা আক্রান্তের হদিশ মেলায় নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে পৌরসভার ১, ২, ৪, ১০, ১৩ এবং ১৯ নম্বর ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন ও কয়েকটি এলাকাকে বাফার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে বনগাঁ রেলবাজার, নিউ মার্কেট’ বাজার, নেতাজী মার্কেট ও হাসপাতাল কালীবাড়ি বাজার। শনিবার রাতে বনগাঁ মহকুমা প্রশাসন ও পৌরসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রবিবার বিকেল পাঁচটার পর থেকে বনগাঁ শহরের সমস্ত দোকানপাট বন্ধ রাখতে হবে। এবং এই নিয়ম আগামী ২১ দিন বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে বিশেষত কন্টেইনমেন্ট জোনে থাকা বাড়ির লোকজন অত্যন্ত প্রয়োজন ছাড়া একদমই বাড়ির বাইরে বেরোতে পারবেন না এবং দোকানপাট সম্পূর্নরূপে বন্ধ থাকবে। তবে ওষুধ বা অত্যাবশ্যকীয় পণ্য প্রয়োজন হলে বনগাঁ পৌরসভার কন্ট্রোল রুমে (০৩২১৫-২৫৫০২১) ফোন করলে পৌরসভার তরফে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পৌরপ্রধান শংকর আঢ্য।