হোলির রঙে রঙিন গোটা দেশ। রঙ লেগেছে বলিউডের মনেও। রঙের উৎসবে মেতে উঠলেন বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের সঙ্গে হোলিকা দহন এবং পুজোপাঠে হাজির হন ঐশ্বর্য রাই বচ্চন। মেয়ে আরাধ্যার সঙ্গে বাড়ির পুজোয় হাসি মুখে হাজির হন রাই। মেয়ের সঙ্গে সেই ছবি শেয়ারও করেন বলিউড অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হোলিকা দহন এবং পুজোপাঠের ছবি শেয়ার করেন রাই সুন্দরী। ঐশ্বর্য এবং আরাধ্যার পাশাপাশি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের ছবিও প্রকাশ্যে আসে। যেখানে পুজোর পর বিগ বি-র মাথায় তিলক পরিয়ে দিতে দেখা যায় জয়া বচ্চনকে। তবে এবার বাড়ির পুজোয় দেখা মেলেনি অভিষেক বচ্চনের। বর্তমানে বব বিশ্বাসের শ্যুটিং নিয়ে ব্যস্ত জুনিয়র বচ্চন। সেই কারণেই জলসায় হোলির পুজোর সময় অভিষেকের দেখা মেলেনি বলে মনে করছেন তাঁর ভক্তরা। পাশাপাশি জীবনে প্রথমবার হোলি খেললেন নিক জোনাস। সাদা পোশাক পরে একেবারে তৈরি হয়ে এলেন আম্বানিদের বাড়িতে। নিক-প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা গেল ক্যাটরিনা, ভিরি কৌশল, জায়না পেন্টি, ভিজে অনুষা, সোনালি বেন্দ্রে, হুমা কুরেশি থেকে রাজকুমার রাও, পত্রলেখা, জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ আরও অনেককেই।