July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রক্ত সংকট দূর করতে উদ্যোগ উদ্যোগে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্-এর

লকডাউনের সময় জেলা জুড়ে শুরু হয়েছে রক্ত সঙ্কট। এই জরুরী পরিস্থিতিতে রক্ত দিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শূন্য ভাঁড়ার কিছুটা পূর্ণ করার চেষ্টা করা হয়। নারায়নপুর ইস্ট অ্যান্ড সিল্ক প্রাইভেট লিমিটেড-‌এর উদ্যোগে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও মালদা থানা পুলিশের সহযোগিতায় নারায়নপুরে মুমূর্ষু রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। উল্লেখ্য কয়েকদিন যাবত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক রক্ত সংকটে ভুগছে।

রক্তের ভাঁড়ার শূন্য এখন। এই সংকটময় পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কের সামান্য প্রাণসঞ্চার করতে, লগ ডাউনের মধ্যেও ১০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সহ মোট ৪০ জন এদিন রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা, ইস্ট ইন্ড সিল্ক প্রাইভেট লিমিটেড-‌এর সিইও মনোজ জৈন, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা-‌র আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক-‌এর এমও ডা: সুশান্ত ব্যানার্জি প্রমুখ।