October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রক্ত দান করে জীবনদান করছেন উর্দিধারিরা

ঋতু অনুযায়ী এটা গরমকাল। আর রাজ্যে গ্রীষ্মকালীন রক্ত সংকট প্রতি বছরের সমস্যা। কিন্তু এবছর গোদের উপর বিষফোঁড়া নভেলকরোনা ভাইরাসের মারণ সংক্রমণ। দেশ জুড়ে ছলছে লক ডাউন। ঘরবন্দি রয়েছেন রাজ্যবাসীও। মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব। এই অবস্থায় অন্যান্য বছরের মত রক্তদান শিবিরগুলিও বন্ধ। তাই রাজ্যে এই রক্তের তিব্র সংকট কাটাতে উদ্যোগ নিয়েছেন প্রশাসকরাই। ন

ববর্ষের প্রাক্কালে এই সামাজিক কর্মসূচীতে সামিল হলেন স্বয়ং ব্যারাকপুর কমিশনারেটের অফিসার ইন কম্যান্ড। সিও ৬ ব্যাটালিয়ন-এর পক্ষ থেকে এদিন আয়জন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই সামাজিক কর্মসূচীর আয়োজন করেন কম্যান্ডিং অফিসার মৃণাল মজুমদার। এই দিন এই কর্মসূচীতে সামিল হয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন প্রায় ৬০ জন পুলিশকর্মী।