July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির কোলাঘাটে

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে বাড়ছে উদ্বেগ।ক্রমেই বৃদ্ধি পাচ্ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। বিশ্বে আক্রান্ত প্রায় ১৬ লক্ষ মানুষ। ভারতেও দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২। মোট আক্রান্ত ৭,৪৪৭। সেরে উঠেছেন ৬৫২ জন। এদিকে পশ্চিমবঙ্গে আক্রান্ত ৯৫ জন। মৃত্যু হয়েছে ৫ জনের (রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী)। এই পরিস্থিতিতে রক্তের ঘাটতি মেটাতে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সঞ্চয়ের কাজ চলছে। উল্লেখ্য, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত সিদ্ধা গ্রামে, সিদ্ধা রেডক্রস ইউনিট ও কোলাঘাট লায়ন্স ক্লাবের যৌথ সহায়তায় রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে আয়োজন করা রক্তদান শিবিরের। মূলত গ্রীষ্ম কালীন রক্তের চাহিদা মেটাতে এই বিশেষ উদ্যোগ। করোনা প্রকপের জেরে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ। তাই প্রশাসনিক নিয়ম মেনে ৩০ জনের লক্ষ মাত্রা রেখে এই রক্তদানের আয়োজন করা হয়। এদিন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার কুন্ডু এই রক্তদানে অংশ নেন। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মদন মোহন মন্ডল, সভাপতি তপন কুমার ঘোড়া এবং সমাজ সেবী ভাস্কর মাইতি সহ বিশিষ্ট জনেরা।