July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

যৌনকর্মী ও রূপান্তরকামী সদস্যদের সুরক্ষার মামলা খারিজ করল দিল্লী হাইকোর্ট

যৌনকর্মী ও রূপান্তরকামী সদস্যদের সুরক্ষা কল্যাণের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। সূত্রের খবর, করোনা আবহে যৌনকর্মী ও এলজিবিটি সদস্যরা যাতে খাদ্য ওষুধ ও প্রয়োজনীয় পণ্য সঠিক পরিমাণে পায় তাই এই মামলা দায়ের করে আপ সরকার। তবে তা শুনতে অস্বীকার করে দেয় দিল্লী হাই কোর্ট। জানা গিয়েছে, এ বিষয়ে তাঁদের দাবি ছিল, বাড়িতে থাকলে রূপান্তরকামী সদস্যদের উপস্থিতি বাড়ি সদস্যদের কাছে অসহনীয় হয়ে উঠছে.। ফলে তাঁদের সারাদিন শুনতে হচ্ছে কুকথা। আর এভাবেই তারা শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন। কখনো-সখনো রাস্তায় বেরিয়ে তারা ত্রাণ নিতে গেলে ভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঠিকা পাশাপাশি এমনই অভিজ্ঞতা এলজিবিটি গোষ্ঠী বদ্ধ সদস্যদের ক্ষেত্রেও । শুধু তাই নয় এ ধরনের একই পরিস্থিতি যৌনপল্লীতে। জানা গিয়েছে, সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লোকের অভাব খুবই কম। এনজিও ছাড়া যৌনপল্লীতে কেউই প্রায় ত্রাণ নিয়ে না যাওয়ায় প্রশ্নের মুখে দাঁড়িয়ে তাদের জীবন ধারণ পদ্ধতি। ফলে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্যের জোগান পেতে দিশেহারা অবস্থা যৌনকর্মী ও রূপান্তরকামী সদস্যদের। তবে তাদের আবেদন শুনতে অস্বীকার করেন বিচারপতি রাজিব সাহা ও সঙ্গীতা ধিঙ্গরা। তবে কেন এই মামলা খারিজ করে দেয়া হয় পরে তাদের তরফ থেকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানানো হবে জানা গিয়েছে