July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

যাত্রা শুরু 95 বাসের, রবিবারের মধ্যে বাংলায় ফিরবেন পড়ুয়ারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার 95 টি বাসে চেপে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন রাজস্থানের কোটায় আটকে থাকা বাংলার পড়ুয়ারা। সূত্রের খবর, বৃহস্পতিবার তারা উত্তর প্রদেশের রাজধানী লখনউতে পৌঁছেছেন বলে খবর। উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী টুইট করে আশ্বাস দেওয়ার পরেই তাদের বাড়ি ফেরাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। আর সেই মতো গতকাল রাজস্থানের কোটা থেকে পড়ুয়াদের নিয়ে বাসগুলি রওনা দেয়। যদিও সূত্রের খবর তার আগে অবশ্য তাদের শারীরিক পরীক্ষা করা হয়েছিল। প্রশাসন সূত্রে খবর, জয়েন্ট এন্ট্রাস সহ বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পড়াশোনার জন্য রাজস্থানের কোটায় বাংলার অনেক পড়ুয়া গিয়েছিলেন। কিন্তু তারই মাঝে করোনা সংক্রমনের ফলে দেশজুড়ে লোকডাউনের এর ফলে আটকে পড়ে তারা। এর ফলে পড়ুয়াদের পাশাপাশি চিন্তায় দিন কাটাচ্ছিলেন তাদের অভিভাবকরাও। অবশেষে রাজ্য সরকারের তৎপরতায় সেখানে আটকে থাকা 2368 পড়ুয়াদের আনার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও রাজ্যে ঢোকার পরে পড়ুয়াদের শারীরিক পরীক্ষা করা হবে এবং তারপরে সরকারি ব্যবস্থাপনায় তাদের পরিবারে পৌঁছানো হবে বলে জানা গিয়েছে।