গতকাল থেকে নিখোঁজ থাকার পর, ম্যানহোল থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। এলাকা সূত্রে খবর, গতকাল থেকে স্থানীয় এক ব্যক্তির খোঁজ মিলছিল না। এরপর রবিবার সকালে ওই ব্যক্তির দেহ ম্যানহোল থেকে পাওয়া যায়। সাথে সাথে ঘটনার খবর দেওয়া হয় তারাতলা পুলিশ স্টেশনে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাথিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, জানা যায় ওই ব্যক্তি এলাকায় একটি মুদির দোকান চালাতেন। তবে ওই ব্যক্তিকে কেউ খুন করেছেন নাকি মৃত্যু ঘিরে অন্য কোন কারন রয়েছে তা নিয়ে সংশয় দানা বেধেঁছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।