March 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মেট্রোর সামনে ঝাঁপ তরুণীর, রেলকর্মীদের তৎপরতায় বাঁচল জীবন

আবার মেট্রো বিভ্রাট কলকাতায়। এবার গীতাঞ্জলি স্টেশনে আত্মহত্যার চেষ্টা তরুণীর। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টা নাগাদ গীতিঞ্জলি স্টেশনের ডাউন লাইনে আসা মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২৫ বছরের এক তরুণী। তবে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত মেট্রো কর্মীদের তৎপরতায় তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ওই তরুণী সুস্থ আছেন বলে জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

কিন্তু এই ঘটনার জেরে ভরা অফিস টাইমে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল। ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এই ঘটনায় আরও একবার প্রশ্ন চিহ্ণের মুখে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা।