মধুমিতা দাস, বনগাঁ : মৃত ব্যক্তির নামে রেশন থেকে গম তুলে নেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার বিজেপি প্রধানের স্বামী।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া - ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সুরেশ বিশ্বাসের বিরুদ্ধে দুই মৃত ব্যক্তির নামে গম তুলে নেওয়ার অভিযোগ করে ঘাটপাতিলা গ্রামের রেশন ডিলার উত্তম সমাদ্দার। লিখিত অভিযোগ পেয়ে প্রধান স্বামীকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
যদিও কনিয়াড়া - ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান অনামিকা বিশ্বাসের দাবি, তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগকারী ডিলার রেশনে মাল কম দিচ্ছিল, তার প্রতিবাদ করাতেই সুরেশকে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে। মৃত ব্যক্তির গম পঞ্চায়েতের এক কর্মীকে দিয়ে তুলে পঞ্চায়েত অফিসে রাখা আছে।