July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মৃত্যু মিছিল অব্যাহত আমেরিকায়, মোট মৃতের সংখ্যা ৫৪ হাজার


সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে এাহি এাহি রব। এরই মধ্যে সারা বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শত চেষ্টা করেও কোন ভাবে প্রতিহত করা যাচ্ছে না এই করোনা ভাইরাসকে। এখনো পর্যন্ত বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যে মৃত্যু সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী আমেরিকার মৃত্যুর সংখ্যা ৫৪ হাজার ৮৪১ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩০০ জনের বেশি মানুষের। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মার্কিন মুলুকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লক্ষের বেশি মানুষ। তবে তার মধ্যে সুস্থ হয়েছেন এক লক্ষের বেশি মানুষ।

আমেরিকার মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি নিউ ইয়র্কে। সেখানে আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সাথে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের। এরপরই রয়েছে নিউজার্সি। সেখানেও আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ ছয় হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের। পাশাপাশি রয়েছে ক্যালিফোর্নিয়া, সেখানে মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গিয়েছে।

মার্কিন মুলুকের এই ভয়াবহ পরিস্থিতিতে যে সমস্ত স্ট্রেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব স্ট্রেটে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবসা-বাণিজ্য। মৃতের তালিকার দিক থেকে আমেরিকার পরই রয়েছে ইতালি, সেখানে মৃত্যুর সংখ্যা প্রায় ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এরপর একে একে রয়েছে স্পেন ফ্রান্স ও ব্রিটেন।