বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাস যেভাবে থাবা বসিয়েছে, তাতে সকলের একটাই চিন্তা কিভাবে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় | কিন্তু এই ভাইরাসের মোকাবিলায় প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাওয়া সত্ত্বেও দমন করা যাচ্ছে না এই ভাইরাসের প্রকোপ | প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যাও |ইতিমধ্যেই ইতালিকে ছাপিয়ে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যার দিক থেকে শীর্ষস্থানে চলে গিয়েছে আমেরিকা |
শুধুমাত্র একদিনে আমেরিকায় মৃত্যু হয়েছে 919 জনের | তার সাথে কুড়ি হাজার ছাড়িয়ে গেছে মোট মৃত্যুর সংখ্যা | আক্রান্তের সংখ্যা দিক থেকেও শীর্ষস্থানে ছিল আমেরিকা | সেখানে এখনো পর্যন্ত করোনা সংক্রমণে আক্রান্ত সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে | এবার মৃত্যু সংখ্যার দিক থেকে শীর্ষে চলে এলো আমেরিকা |
বিশ্বের বাকি দেশগুলোর থেকে এখানে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা আমেরিকায় | মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা সহ বেশ কিছু দেশ | করোনা ভাইরাস থেকে মুক্তি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে | প্রতি 24 ঘন্টায় এত মানুষের একসাথে প্রাণ হারানোয় মৃত্যু আতঙ্কে কাঁপছে দেশ |