February 8, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মৃত্যুর সংখ্যার দিক থেকে ইতালিকে ছাপিয়ে গেল ব্রিটেন, ব্রিটেনে মোট মৃত্যু ৩২ হাজার


গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ক্রমশ বাড়তে থাকছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা দু’লক্ষ ৫২ হাজার ছাপিয়ে গিয়েছে। সাথে আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ২৪ হাজার পার করে গিয়েছে। সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা আমেরিকায়। সেখানে হুহু করে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও।

কিন্তু এবার মৃত্যুর পরিসংখ্যানের দিক থেকে ইতালিকে ছাপিয়ে গেল ব্রিটেন। গত ২৪ ঘন্টায় ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আরও ৬৯৩ জন। এখনো পর্যন্ত ব্রিটেনে করোনা ভাইরাসে বলি হয়েছে ৩২ হাজারের বেশি মানুষ। প্রাণঘাতী ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের প্রতিটি দেশে। শত চেষ্টা করেও প্রতিহত করা যাচ্ছে না এই ভাইরাসকে। ইতালিতে এখনো পর্যন্ত করোনা বলি হয়েছে ২৯ হাজার ৩১৫ জন মানুষ এবার সেই সংখ্যাকে ছাপিয়ে গেল ব্রিটেন। সেখানে মৃত্যু হয়েছে ৩২ হাজারের বেশি মানুষের। অন্যদিকে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মৃত্যু হয়েছে ২ হজার ৬৬৫ জনের। তবে এই সবের থেকে সবথেকে ভয়াবহ অবস্থা আমেরিকায়। ইতিমধ্যে সেখানে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৭১ হাজার।