May 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মুম্বই বিনোদন ইন্ডাস্ট্রির নিম্নবিত্ত ফটোগ্রাফারদের সাহায্যের জন্য এগিয়ে এলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন

ফের করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হৃতিক রোশন। মুম্বই বিনোদন ইন্ডাস্ট্রির নিম্নবিত্ত ফটোগ্রাফারদের সাহায্যের জন্য এগিয়ে এলেন বলিউড অভিনেতা। খ্যাতনামা ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি খোদ নিজের ইনস্টাগ্রাম পোস্টে হৃতিকের এই মহৎ উদ্যোগের কথা জানিয়েছেন। অভিনেতা ২৫ লক্ষ টাকা দান করেছেন CINTAA’র ত্রাণ তহবিলে। এপ্রসঙ্গে CINTAA’র এক আধিকারিক অমিত বহেল জানিয়েছেন, “দিন কয়েক আগেই হৃতিকের ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি KWAN সিনে আর্টিস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের অ্যাকাউন্ট নম্বর চেয়ে পাঠিয়েছিল। সেখানে তড়িঘড়ি ২৫ লক্ষ টাকা পাঠিয়েছেন। যে অনুদান ইতিমধ্যেই দৈনন্দিন মজুরি ভিত্তিক শ্রমিকদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার কাজে লেগে গিয়েছে।”