September 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মুম্বইয়ে করোনা সংক্রমণে মৃত্যু ৩ পুলিশকর্মীর, জারি নতুন নির্দেশিকা


চিনা করোনা ভাইরাসের দাপট গোটা বিশ্বে। শত চেষ্টা করেও প্রতিহত করা যাচ্ছে না এই করোনা ভাইরাসের দাপট। বিশ্বের পাশাপাশি ভারতেয় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। চিকিৎসকদের পাশাপাশি এবার করোনা আক্রান্ত পুলিশকর্মীরা। ইতিমধ্যেই শোনা গিয়েছে, মুম্বাইয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন পুলিশকর্মীর।

তবে জানা গিয়েছে, মৃত ওই পুলিশকর্মীদের সবার বয়সেই পঞ্চাশের উর্ধ্বে। এর জেরে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৫৫ বছর বয়সের ঊর্ধ্বে যারা তারা যেন ঘরে থাকেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

সোমবার মুম্বাইয়ে ট্রাফিকের দায়িত্বে থাকা হেড কনস্টেবলের মৃত্যু হয় করোনা সংক্রমণে। এরপরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। যেহেতু ৫৫ বছর উর্ধ্বে ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাই তাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। এখনো পর্যন্ত মুম্বাইয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২১৯ জনের। পাশাপাশি আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে।