দেশ তথা রাজ্যজুড়ে নোভেলকরোনা ভাইরাসের মোকাবিলায় চলছে লক ডাউন। কিন্তু এর ফলে বন্ধ রয়েছে সাধারণ মানুষের কর্মসংস্থা থেকে শুরু করে রাজ্যের প্রাথমিক আয়ও। ফলে রাজস্য ঘাটতি ও সমাজের দুঃস্থ মানুষদের জন্য ত্রাণ বন্টনের লক্ষে রাজ্যবাসীর কাছে নূনতম সাহায্যের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই আবেদনে সারা দিয়ে এরই মধ্যে এগিয়ে এসেছেন বিশিষ্ট থেকে বহু সাধারণ মানুষ ও নানা স্বেচ্ছাসেবী দলগুলি।
আর এবার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে রাজ্যের সাহায্যার্থে ১লক্ষ টাকার চেক তুলে দিলেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর পানিয়ার কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা। সোসাইটির চেয়ারম্যান অসীম ঘোষ পানিয়ার কো-অপারেটিভ ভবনে কালিয়াগঞ্জ এর বিধানসভার বিধায়ক তপন দেব সিংহ হাতে ওই চেক তুলে দেন।