রফি আহমেদ কিদোয়াই রোডের পাখিদের এখন নতুন ঠিকানা আলিপুর চিড়িয়াখানা৷প্রায় 100 টি পাখি থাকতো এখানে| ওখানকার স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে খাঁচা বানিয়ে ওর মধ্যে পাখিদের রাখা হয়েছিল৷ কিন্তু লকডাউন এর জেরে তাদের তাদের ঠিকঠাক দেখাশোনা হচ্ছিল না৷ বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সেখানে পরিদর্শনে যান এবং তিনি পাখিদের খাঁচা দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েন৷ তিনি দেখেন তাদের খাঁচা নোংরা হয়ে পড়ে আছে বাটিতে জল নেই, খাবার নেই৷ ওখানকার দু-একজন স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলে তারা বলেন লকডাউনের কারণে যারা ওদের খেতে দেয় তারা আসছেন না৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন তাদের আলিপুর চিড়িয়াখানাতে পাঠানোর জন্য৷ যতদিন লকডাউন চলবে ততদিন এই পাখিগুলো চিড়িয়াখানাতে থাকবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে কিছুক্ষণের মধ্যেই চিড়িয়াখানা থেকে গাড়ি পাঠানো হয়৷পাখিদের আনার উদ্দেশ্যে সাথে আসেন চিড়িয়াখানার কর্মীরা৷ নিউমার্কেট থানার যৌথ উদ্যোগে রাতারাতি তাদের নিয়ে যাওয়া হয় আলিপুর চিড়িয়াখানাতে।100 টা পাখির এখন থেকে তাদের নতুন ঠিকানা আলিপুর চিড়িয়াখানা৷ যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত তাদের ঠিকানা আলিপুর চিড়িয়াখানায়৷ তবে ওরা নতুন জায়গায় বেশ ভালো আছে বলেই জানিয়েছেন চিড়িয়াখানার ডিরেক্টর আশীষ কুমার সামন্ত ৷ পাশাপাশি জানা গিয়েছে তাদের এখন দানাশস্য খেতে দেওয়া হয়েছে, পর্যাপ্ত জল দেওয়া হয়েছে৷ বতর্মানে নতুন জায়গায় সুস্থ আছে তারা৷