নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জাশার এলাকায় এক সমাজ সেবী সংগঠনের জাশার অল ওয়লিইয়া এস এম পক্ষ থেকে একাধিক গ্রামের মানুষকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদানের মধ্য দিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ালেন। মূলত বর্তমান লক ডাউনের সময় এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে এই সমাজ সেবী সংগঠনের পক্ষ থেকে। শুধু তাই নয় রাজ্যের মানুষকে বর্তমান লক ডাউনের সময় কেন্দ্র এবং রাজ্য উভয়েই যে ভাবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বর্তমান মহামারি ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম করছে এবার এই সমাজ সেবী সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন এই সমাজ সেবী সংগঠন। এ দিন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহ বিলে 2000 টাকার চেক প্রদান করা হয় এই সংগঠনের পক্ষ থেকে। জানা গেছে, সারা বছরই এই সমাজ সেবী সংগঠন নানান ধরনের সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট বিডিও মদন মন্ডল, কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু সহ অন্যান্য এই সমাজ সেবী সংগঠনের সদস্যরা। এর পাশাপাশি হলদিয়া মজদুর ইউনিয়ন এর পক্ষ থেকে এলাকার 200 টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি সচেতন করা হয় বর্তমান ভাইরাস সম্বন্ধে। এ দিন সাধারণ মানুষকে সচেতন করা হয় তারা যাতে অযথা বাড়ির বাইরে না বেরোয়। শুধু তাই নয় ঘন ঘন হাত ধোয়ারও নির্দেশ দেয় এই ইউনিয়ন এর পক্ষ থেকে। তবে এই মহামারী সময় এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার সমাজ সেবী মানুষেরা।