April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা নিয়ে বাগদার আট ক্লাব ও এক জেলা পরিষদ সদস্য

মধুমিতা দাস, বনগাঁ : করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সহযোগিতা করতে এগিয়ে এল উত্তর ২৪ পরগনার বাগদার আটটি ক্লাব ও এক জেলা পরিষদ সদস্য।

       বুধবার বাগদা ব্লকের আটটি ক্লাব দশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা ও জেলা পরিষদ সদস্য পরিতোষ কুমার সাহা ব্যক্তিগত পঞ্চাশ হাজার টাকার একটি চেক তুলে দেন বাগদা থানার ওসি সিদ্ধার্থ মণ্ডলের হাতে। ত্রাণ তহবিলে যে সব ক্লাব আর্থিক সহযোগিতা করল, তারা হল- 

১. হেলেঞ্চা সবুজ সংঘ, ২. বাগদা পল্লী উন্নয়ন তরুন সংঘ, ৩. হরিনগর বাওড়ধার পল্লী যুব সংঘ, ৪. মামাভাগিনা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি, ৫. জগদীশপুর বন উন্নয়ন সংঘ, ৬. নিনাবাশকুঠি আদিবাসী সোনালী ক্রীড়া সংস্থা, ৭. বারানসিপুর আদিবাসী প্রগতি সংঘ এবং ৮. মামাভাগিনা শক্তি সংঘ। ক্লাব কর্তাদের কথায়, করোনার অতিমারীর সময়ে মুখ্যমন্ত্রীর হাতধরে করোনা যুদ্ধে সামিল হতে পেরে তাঁরা খুশি।