June 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করলেন বনগাঁর চেয়ারম্যান ও তাঁর সহধর্মিনী

মধুমিতা দাস, বনগাঁ : তিনি বনগাঁর প্রথম নাগরিক। সহনাগরিকের প্রতি দায়বদ্ধতা থেকে করোনা বিপর্যয়ের কঠিন সময়ে দিন-রাত এক করে আর্তের পাশে দাঁড়াতে শহরের এপ্রান্ত থেকে সেপ্রান্ত, অলি-গলি ঘুরে চলেছেন তিনি। মানুষের অভাব অভিযোগ শুনছেন। সাধ্যমত সমাধানের চেষ্টা করার পাশাপাশি ত্রাণ সামগ্রীও বিলি করছেন।

        এসবের মাঝে এবার করোনা মোকাবিলায় ব্যক্তিগত ভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করলেন বনগাঁর চেয়ারম্যান শ্রী শংকর আঢ্য ও তাঁর সহধর্মিনী শ্রীমতী জ্যোৎস্না আঢ্য। শংকর বাবুর কথায়, লকডাউনের ফলে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে সেটা সকলকেই দেখতে হবে। একই সাথে সমাজের সব স্তরের মানুষের কাছে তাঁর আবেদন, মুখ্যমন্ত্রীর মানবিক আবেদনে সাড়া দিয়ে নিজের সাধ্যমত সহযোগিতা করে সবাই যেন করোনা যুদ্ধে সামিল হয়।