September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মুক্তি পেল ‘ সূর্যবংশী’ ট্রেলার

সোমবার মুক্তি পেল পরিচালক রোহিত শেঠি পরিচালিত ছবি ‘ সূর্যবংশী’ ট্রেলার। এই ছবিতে এবার মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। ডিসিপি ভীর সূর্যবংশীর সঙ্গে পরে যোগ দিয়েছেন সিংহম অজয় দেবগণ এবং সিম্বা রণবীর সিং। এই সিনেমায় অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং রণবীর সিংয়ের পাশাপাশি রয়েছেন ক্যাটরিনা কাইফও। অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। তবে সূর্যবংশীর ট্রেলারে খলনায়কের চরিত্রে নজর কাড়তে শুরু করেছেন জ্যাকি শ্রফ। বাগি থ্রি-র পর এবার ফের বড় পর্দায় দেখা যাচ্ছে জ্যাকিকে। পাশাপাশি অক্ষয় কুমারের বস হিসেবে সূর্যবংশীতে অভিনয় করতে দেখা যাচ্ছে জাভেদ জাফরিকেও। সবকিছু মিলিয়ে সূর্যবংশী মুক্তি পাওয়ার পর যে ধামাকা শুরু হবে, ট্রেলার মুক্তি পাওয়ার পর সেই ছবি স্পষ্ট হতে শুরু করেছে বলেই মনে করছেন নেটিজেনরা। প্রসঙ্গত আগামী ২৪ মার্চ মুক্তি পাচ্ছে সূর্যবংশী।