কয়েকদিন আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এর কিছুদিনের মধ্যে ফের টলিপাড়ায় শোনা গেল সুখবর। মা হতে চলেছন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক রাজ চক্রব্বর্তী ও তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী দিন টুইটারে জানালেন মা হতে চলেছে শুভশ্রী। এদিন তারা অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “দ্বিতীয় বিবাহবার্ষিকীর সকালে আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে আমরা আরও একটি হাত ধরতে চলেছি, আরও এক হৃদয়কে ভালবাসতে চলেছি। উই আর প্রেগন্যান্ট।”
তাদের এই খুশির খবরে অনেকেই ফোন বা মেসেজ করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এ বছরের শেষের দিকে জন্ম নিতে চলেছে তাদের সন্তান। দু’বছর আগে একই সাথে গাঁটছাড়া বেঁধেছিলেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার তাদের সুখী দাম্পত্য জীবনে আসতে চলেছে নতুন সদস্য।