
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট | আজ সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই এ কথা জানান | নব দম্পতি থেকে এবার মা বাবা হওয়ার পালা | বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ঘরে আসছে নতুন সদস্য |
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন | সেখানে দেখা যাচ্ছে, আলিয়ার ইউএসজি চলছে | পাশে রয়েছেন রণবীর কাপুর | আলিয়া ছবির ক্যাপশনে লিখেছেন, “আমাদের সন্তান শীঘ্রই আসছে” | তবে ইউএসজির স্ক্রিনে একটি লাভ ইমোজি | আর একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী | সেখানে একটি সিংহের পরিবারের ছবি শেয়ার করেছেন আলিয়া |
চলতি বছরের এপ্রিল মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন এই দুই তারকা দম্পতি |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’