January 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মাস্ক বানিয়ে মহিলা পুলিশকর্মীদের উপহার দিলেন ফ্যাশন ডিজাইনার মাসাবা

করোনা মোকাবিলায় গোটা দেশবাসী যখন হোম কোয়ারেন্টাইনে তখন চিকিৎসকদের পাশাপাশি পুলিশেরাও ঝাঁপিয়ে পড়েছেন পরিবার পরিজন ছেড়ে কর্তব্য পালনে। তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতেই ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার অভিনব প্রয়াস। বিশেষ ধরণের ডিজাইনার মাস্ক বানিয়ে মহিলা পুলিশকর্মীদের উপহার দিলেন অভিনেত্রী নীনা গুপ্তার কন্যা মাসাবা। মাসাবা জানান, “একাধিকবার মহিলা তারকাদের জন্য পোশাক ডিজাইন করার সুযোগ পেয়েছি, তবে এই মুহূর্তটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। জীবনের ঝুঁকি নিয়ে উদয়াস্ত কর্তব্যে অবিচল থাকা এই পুলিশকর্মীদের আমার ডিজাইন করা মাস্ক উপহার দিলাম। আমার ফ্যাশন ব্র্যান্ড থেকে কেনা এই মাস্কের পুরো টাকা তুলে দেওয়া হবে করোনা যোদ্ধাদের সাহায্যের জন্য।” মাস্ক বিতরণের পাশাপাশি মাসাবা এও জানিয়েছেন যে তাঁর পোশাক সংস্থা থেকে বিক্রি হওয়া এই ডিজাইনার মাস্কের পুরো আয়টাই তুলে দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে, যারা এই মুহূ্র্তে করোনা মোকাবিলায় তৎপর।