করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। আজ সোমবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচির সূচনা করেন স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখার্জি। তিনি বলেন, ভারত সেবাশ্রম সংঘে যেসব সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবক থাকেন তাদের তিনি মাস্ক স্যানিটাইজার তুলে দিতে পেরে খুবই খুশি । সংঘের প্রধান সম্পাদক শামীম স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, মাস্কের আকাল চলছে ।তারপরেও তারা বেশি দামে হলেও সেগুলো সংগ্রহ করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ শুরু করেছেন। একদিন আগেই তারা বিশ্ব শান্তির জন্য প্রার্থনা জানিয়েছেন।