করোনার প্রকোপে মাস্ক কালোবাজারি। লক ডাউন মেনে দোকান বন্ধ। হিন্দুস্তান পার্কের এক ফ্যাশন হাউসের কর্ণধার অভিজিৎ সাহা স্বয়ং তৈরি করে ফেললেন মাস্ক উইথ মেসেজ। হিন্দুস্তান পার্ক এলাকার কিছু শিশুদের মুখে পরিয়ে দেওয়া হল এই মাস্ক । অভিজিত বাবু দাদা তপন সাহা জানান, এরকম মাক্স তৈরি করার উদ্দেশ্য হল অনেক শিশুরাই বুঝতে পারছেনা করোনাভাইরাস কি। বাবা-মায়ের আতঙ্কের জেরে করোনাভাইরাস নামটা তাদের কাছে পরিচিত তাই বিভিন্ন কমিকস করে এবং ছড়ার মাধ্যমে আমরা চেষ্টা করেছি ওদের মতন করে ওদের সচেতন করে তোলার যাতে ওরা অযথা পরিবারের সদস্যদের অপ্রয়োজনে বাইরে বেরোনোর থেকে বিরত রাখতে পারে । যেহেতু আমাদের কাপড়ের ব্যবসা আগেরবারের চৈত্র সেলটা ব্যস্ততার মধ্যে কেটেছিল তাই নিজেরাই নিজেদের ব্যস্ত রাখবার জন্য তৈরি করছি এই মেসেজ মাস্ক।