April 24, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মালিকের বাড়িতেই যুবকের রহস্যমৃত্যু

আবাসনের বাইরে থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে বালিগঞ্জের দেওদার স্ট্রিট এলাকায়। ওই যুবককে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। সূত্রের খবর, মৃত সুবোধ কুমার যাদব নামে ওই যুবক দেওদার স্ট্রিটের একটি বাড়িতে রাঁধুনির কাজ করতেন। মঙ্গলবার রাতে ওই বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি যুবকের পরিবার জানতেই ক্ষোভে ফেটে পড়ে তারা। তারা অভিযোগ করেন খুন করা হয়েছে সুবোধকে। পুলিশ সূত্রে খবর, দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই ঘটনাটির সত্যতা প্রকাশ্যে আসবে।