June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মালদা বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি

মালদা: মালদা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার ভোট প্রচারে হাতিয়ার ১০ বছরের উন্নয়নকে সামনে রেখে প্রচারে ঝড় তুললেন প্রার্থী উজ্জ্বল চৌধুরী। শুক্রবার সকালে ঢাকঢোল বাজিয়ে হুডখোলা টোটো চেপে খেলা হবে এই স্লোগান কে সামনে রেখে এদিন। আইহো তৃনমুল কংগ্রেসের দলীয় কর্মীদের সাথে আইহো অঞ্চলের আইহো সুকনগর,যাদব নগর সহ আইহো বাজারে বিভিন্ন জায়গায় হয়ে হয়ে আইহো স্যান্ড এলাকায় প্রচার চালান প্রার্থী উজ্জ্বল চৌধুরী। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হবিবপুর ব্লকের সভাপতি উজ্জ্বল মিশ্র,জেলার যুব সহ সভাপতি দিপঙ্কর মন্ডল, তৃনমুল কংগ্রেসের ছাত্রপরিষদের সভাপতি রাকেশ রায়, আইহো অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ডালিম ঘোষ সহ তৃনমুল কংগ্রেসের কর্মীরার।